বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
অনুষ্ঠানে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের জন্য নির্বাচিত ৬ জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। এয়ার চীফ মার্শাল তাদের হাতে সম্মাননা তুলে দেন এবং কর্মক্ষেত্রে অনন্য অবদানের জন্য অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা