মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকায় একটি ট্রলার ডুবে গেছে। তবে তিন নারীসহ ১০ যাত্রীকে উদ্ধার করেছে জেলেরা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এনামুল হক জানিয়েছেন।
তিনি জানান, উলানিয়া লঞ্চঘাট থেকে সন্ধ্যায় ৯ জন যাত্রী নিয়ে উপজেলার গোবিন্দপুর চরের উদ্দেশ্যে একটি ট্রলার ছেড়ে যায়। পথিমধ্যে ট্রলারটি ভোলা-মেহেন্দিগঞ্জ সীমান্তের উত্তাল মেঘনার ঘূর্ণিপাকে পড়ে ৯ যাত্রী ও মাঝিসহ ট্রলারটি ডুবে যায়।
পরবর্তীতে ভোলার বৈরাগীর চর ধানসিঁড়ি থেকে ৫ জন, জনসন এলাকা থেকে ৪ জন এবং কাছিয়া মাঝেরচর থেকে ১ জনকে স্থানীয় জেলেরা নদী থেকে উদ্ধার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল