এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল সকালে উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে নিরাপদে সুন্দরবনের হাড়বারিয়ায় পৌঁছে দিয়েছে মোংলা কোস্টগার্ড। উদ্ধার জেলেরা হলেন- আবদুর রাজ্জাক, রাকিব, ফারুক, কামাল, আলম, জাকারিয়া, সজীব ও রাকিব। তাদের বাড়ি পিরোজপুর ও বরগুনা জেলায়।