বাগেরহাটের রামপালের বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রী (১৬) র্যাগিংয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বিদ্যালয়ের বাথরুমে একই শ্রেণির তিন ছাত্রীর নির্যাতনে তিনি আহত হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে রামপাল ইউএনওর কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার ১০ম শ্রেণির তিন ছাত্রী ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে গিয়ে র্যাগিং করে। তারা ওই ছাত্রীর মুখ ও গলা চেপে ধরে মারধর করে। ইউএনও তামান্না ফেরদৌসি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উভয়পক্ষকে হাজির হওয়ার নোটিস করেছি।