ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জেনেছে আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট)। গতকাল বিকালে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে।
বৈঠকের পর আইআরআইয়ের ডিরেক্টর স্টিফেন সিমা সাংবাদিকদের জানান, ’৯০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই। নির্বাচনে আমরা কী করতে পারি তা নিয়ে মূলত আলোচনা হয়েছে বৈঠকে। ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে। প্রাক নির্বাচনি পরিস্থিতি মূল্যায়ন নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে। তবে আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কোনো সুপারিশ করিনি। আমরা সরাসরি নির্বাচন কমিশনকে কোনো সহায়তাও দিই না। তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। দলগুলোর মধ্যে আন্তঃসংলাপ, নীতিনির্ধারণী সংলাপ, এমন নানা ধরনের কাজ করেছি। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, তারা কারিগরি সহায়তা অব্যাহত রাখবে।
তাদের ঢাকা সফরের উদ্দেশ্য হচ্ছে কীভাবে দলগুলোকে সহায়তা করা যায়। এ সহায়তা অব্যাহত থাকবে। এজন্য ইতোমধ্যে কমিশনের সঙ্গেও আলোচনা হয়েছে। এ সময় ডেপুটি ডিরেক্টর ম্যাথু কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।