নানা আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৫তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল সকালে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া দিবসটির উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে আনন্দ র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া আলোচনা সভা হয়। ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।