নরসিংদী রায়পুরায় ছেলের শাবলের আঘাতে বাবা নিহতের অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির মিয়া (৫০) রায়পুরার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে। গতকাল অভিযুক্ত ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, প্রবাস-ফেরত ছেলের শাবলের আঘাতে কবির হোসেন নিহত হয়েছেন। ঘটনার পর ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক মনির মানসিক ভারসাম্যহীন কি না তা ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে।