রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়ন দাবিতে মহাসড়ক অবরোধ করে পথনাটক, অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে গতকাল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচির আয়োজন করেন। আন্দোলনকারীরা জানান, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে সামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন দেওয়া হয়নি। অথচ ৯ বছরে আটবার ডিপিপি পরিবর্তন করা হয়েছে।