বগুড়ায় শহর ও প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে নির্বাচিত পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীর অংশগ্রহণে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে কৃতী শিক্ষার্থী মোটিভেশনাল সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. এ. কে. এম. অলি উল্যা। প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. হাসনাত আলী। সভাপতিত্ব করেন শাজাহানপুর ইউএনও তাইফুর রহমান।