হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-এর ঞজ-২ নম্বর ব্রেকার ও সিটিতে আগুন ধরে যায়। এতে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ছিল। এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের বিদ্যুৎ সঞ্চালন স্টেশনে গতকাল আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে।