শ্রীপুর উপজেলায় কর্মস্থল থেকে ফেরার পথে এক পোশাকশ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং থানায় যেতে বাধা দেওয়া হয়েছে। পরে গতকাল সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী শ্রীপুর থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ওই নারী জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে কারখানা থেকে বাড়ি ফেরার সময় তিন যুবক তার পথরোধ করে। পরে তারা মুখ চেপে ধরে তাকে পাশের জঙ্গলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। খবর পেয়ে স্বামী তাকে উদ্ধার করেন। ভুক্তভোগী নারী আরও জানান, এ ঘটনায় বুধবার সকালে ওই তিন যুবকের পরিবারের কাছে বিচার চাইলে তারা উল্টো হুমকি দেয়। তারা স্থানীয়ভাবে সালিশ বসিয়ে থানায় যেতে নিষেধ করে।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘ওই তিন যুবক ও তার পরিবারের সদস্যরা বারবার হুমকি দিয়েছে, যাতে আমরা অভিযোগ না করি।’
শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘অভিযোগ পাওয়ার পরই আমরা আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করি।’