ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার অন্তত ১৩০টি গ্রাম গত বুধবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, বুধবার রাতে নাসিরনগর ফিডারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। টেকনিক্যাল টিম রাতেই কাজ শুরু করেছে। যেহেতু এলাকাটি বড়, তাই সময় একটু বেশি লাগছে। উপজেলার বিভিন্ন বাজারে গতকাল দেখা যায়, অধিকাংশ দোকান খোলা থাকলেও ফ্রিজ, এসি, সেলাই মেশিন কিংবা মোবাইল রিচার্জ সেবা চালু নেই। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে বিদ্যুৎ বিভ্রাট চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা মুশকিল হবে। চাতলপাড় ইউনিয়নের ব্যবসায়ী হরিমন বলেন, দোকানের ফ্রিজে থাকা ১০ হাজার টাকা মূল্যের আইসক্রিম সব নষ্ট হয়ে গেছে।
ভলাকুট ইউনিয়নের শামীম মিয়া বলেন, সারা দিনে দুই ঘণ্টাও বিদ্যুৎ পান না তারা। এর মধ্যে বুধবার রাত থেকে টানা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বাড়ির ফ্রিজের সবকিছু নষ্ট হয়ে গেছে। হরিপুর গ্রামের সাদিয়া আক্তার বলেন, গতকাল আমার অনলাইন ক্লাস ছিল। বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ দিতে পারিনি। বাসায় গরম, আলো নেই, ফ্যান চলে না কীভাবে পড়াশোনা করব?
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মী জানান, বিদ্যুৎ না থাকায় চিকিৎসা সরঞ্জাম চালাতে সমস্যা হচ্ছে। জরুরি রোগীদের অক্সিজেন কিংবা শিশু ওয়ার্ডে গরমে ভোগান্তি বেড়েছে।