চিকিৎসকের ফি ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন টেস্টের মূল্য কমানো এবং ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা। গতকাল কুষ্টিয়া শহরের কলেজ মোড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে বক্তৃতা করেন হাফিজুর রহমান লালু, রক এম জাহিদ। উপস্থিত ছিলেন সোহেল রানা, শাহারিয়ার ইমন রুবেল প্রমুখ।