মদপানে সাতক্ষীরার আশাশুনিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদের মৃত্যু হয়। তারা হলেন- আশাশুনি উপজেলার তেঁতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন টিটু (৪০) ও সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৬)। সোমবার সন্ধ্যায় মদপানের পর রাত ১২টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও নয়জন। এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফারুক হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঈদের দিন সন্ধ্যায় তেঁতুলিয়া শ্মশানঘাট মাঠে বসে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজীসহ ১১ জন মদপান করেন। পরে তারা নিজ নিজ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে অসুস্থতা বোধ করলে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশাশুনি থানার ডিউটি অফিসার এসআই ফিরোজ বলেন, অতিরিক্ত মদ্যপানে দুজনের মৃত্যু হয়েছে শুনেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।