খুলনার লবণচরা থানা এলাকায় মুক্তিপণ নিতে এলে স্বামী মনির হোসেনের অপহরণকারীদের আটক করে পুলিশে দেন অপহৃতের স্ত্রী রোমেনা খাতুন। তিনি ডুমুরিয়ার মহিলাবিষয়ক অধিদপ্তর অফিসে কর্মরত ও জিরোপয়েন্ট মোড়ের রূপসী রূপসা আবাসিক এলাকার বাসিন্দা। শুক্রবার রাত ৮টার দিকে মুক্তিপণের ৩ লাখ টাকা নিতে এলে রোমেনা খাতুন ঘটনাস্থল থেকে একাই মাসুদ (৩৫) নামের একজনকে আটক করেন। তিনি অপহরণকারী মাসুদের জামার কলার ধরে ডাকচিৎকার দিলে আশপাশে লোকজন জড়ো হয়ে মাসুদকে পুলিশে দেয়। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও দুই অপহরণকারী আলী আকবার (২৪) ও হায়দার হাওলাদার (৩৮) গ্রেপ্তার হয়। একই সঙ্গে অপহরণ কাজে ব্যবহৃত এশটি মোটরসাইকেল উদ্ধার করেন। এ সময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত মনির হোসেনকে উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়েছে।
উদ্ধারের পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ওষুধ কোম্পানিতে কর্মরত মনির হোসেন। পরে তার স্ত্রীকে ফোন দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। তিনি পুলিশে খবর দিলে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে জিরোপয়েন্ট রূপসী রূপসা আবাসিক এলাকার মোড়ে টাকা নিতে এলে অপহরণকারীরা গ্রেপ্তার হয়। এ ঘটনায় থানায় অপহরণ ও চাঁদাবাজি মামলা হয়েছে। গতকাল আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর মধ্যে দুজন চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর লোক বলে জানা গেছে।