মাদারীপুরে বাদ্যযন্ত্রের শব্দ কমানোর অনুরোধ করায় এক কৃষকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার কুলপদ্বী মোবারককান্দি এলাকায় আলমগীর হোসেন মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী পরিবারটি সূত্র জানায়, শুক্রবার বিকেলে বাদ্যযন্ত্র বাজিয়ে পিকনিকের আয়োজন করে মোবারককান্দি এলাকার কয়েকজন যুবক। তাদের বাদ্যযন্ত্রের শব্দ কমাতে অনুরোধ জানায় আলমগীর হোসেন। কিন্তু ওই বখাটেরা আরও উচ্চশব্দে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল ও গান শুনছিল। আলমগীর হোসেন, স্ত্রী ও তার মেয়ে এ ঘটনার প্রতিবাদ করে। এরপর বখাটেরা ওই রাতেই তাদের বাড়িতে হামলা চালায়। মাদারীপুর মডেল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।