ঝিনাইদহে রেললাইনে বিকল হওয়া ট্রাক্টরে ট্রেনের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এছাড়া রাজবাড়ী ও চাঁপাইনবাবগঞ্জে কেটে কাটা পড়ে সাংবাদিকসহ মারা গেছেন দুজন। প্রতিনিধিদের পাঠানো খবর-
ঝিনাইদহ : কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় হুসাইন ওরফে ভোলা (২০) নামে ট্রাক্টরের চালক নিহত হয়েছে-ন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাফদারপুর রেল স্টেশনের অদূওে সোয়াদী গ্রামের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টরে মাটি নিয়ে সাফদারপুরের দিকে যাচ্ছিলেন চালক। সোয়াদী গ্রামের রেলগেট পার হওয়ার সময় হঠাৎ রেললাইনের ওপর ট্রাক্টরটি বিকল হয়ে যায়। তখন খুলনা থেকে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। দুমড়েমুচড়ে যায় ট্রাক্টরটি। ঘটনাস্থলেই মারা যান চালক হুসাইন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, গেটম্যান ডিউটিতে না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার গোলাম রসুল বলেন, লাইন ক্লিয়ার দিয়ে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর বিকট শব্দ শুনতে পাই। স্থানীয় মানুষ জড়ো হতে থাকেন। আমরাও গিয়ে দেখি ট্রেনের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে একজন মারা গেছেন। রাজবাড়ী : পাংশায় ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকালে বাবুপাড়া ইউনিয়নের বড়পুল রেল ব্রিজের পাশে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদহগামী সাঁটল ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমান আলী সরদার। নিহত তানিয়া পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সৌদি প্রবাসী তারিকুল ইসলামের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মেহেদি হাসান নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল সকালে আমনুরা কেন্দুল রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। মেহেদি দেশ বুলেটিন পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের লাইনপাড়া গ্রামের মাহবুব রশিদের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেদি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে কেন্দুল রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আহত হন। এতে তার ডান পা ও ডান হাত কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আড়াই শ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজর আলী লাল জানান, ট্রেনের ধাক্কায় আহত মেহেদির ডান পা, ডান হাতসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করা হয়।