কিশোরগঞ্জের কটিয়াদীতে সাত বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে হাবিবুর রহমান নামে এক মুদি দোকানিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গতকাল লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিরারপাড় এলাকায়। হাবিবুর দক্ষিণ ঝিরারপাড় গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে। কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
স্থানীয়রা জানায়, শিশুটি চকলেট কেনার জন্য বাড়ির পাশের মুদি দোকানে যায়। দোকানি হাবিবুর রহমান শিশুটিকে একা পেয়ে কৌশলে দোকানের ভিতর নিয়ে শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির নানি খোঁজ নিতে গিয়ে দরজায় উঁকি দিয়ে ঘটনাটি দেখতে পান। তার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। লোকজন ঘটনা শুনে হাবিবুর রহমানের হাত বেঁধে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।