টেকনাফে কেফায়েত উল্লাহ নামে এক অপহরণ ও মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কেফায়েত উল্লাহ ইউনিয়নের কচ্চপিয়া গ্রামের নুর হোছন ওরফে হোসেনের ছেলে। তার বিরুদ্ধে খুন, অপহরণ ও মানব পাচারসহ ১১টি মামলা রয়েছে।