গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন দাবিতে পাগাড় এলাকার হংকং পোশাক কারখানার শ্রমিকরা গতকাল সকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এর আগে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। এ সময় তারা সড়কে টায়ার ও কাঠে আগুন ধরিয়ে দেন। রাত সাড়ে ১২টা পর্যন্ত শ্রমিকরা সেখানে থেকেও কোনো সমাধান না পেয়ে অনেকে বাসায় ফিরে যন। কিছু শ্রমিক কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে রাতযাপন করেন এবং সেহরি খান। গতকাল সকালে একই দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনের আঞ্চলিক সড়কে অবরোধ করে ফের বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, গত ফেব্রুয়ারি মাসের পূর্ণ ও মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন তারা। কর্তৃপক্ষ দেই দিচ্ছি বলে না দেওয়ার পাঁয়তারা করছেন। এর জেরে তারা সড়কে নামেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে।