চুয়াডাঙ্গায় গেমস খেলতে বাধা দেওয়ায় নামাজরত বাবাকে এবং কাজ করতে বলায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ছাড়া চার জেলায় নারীসহ আরও সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চুয়াডাঙ্গা : মোবাইলফোনে গেমস খেলতে বাধা দেওয়ায় নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছেলে। নিহতের নাম এ কে এম রিন্টু (৫২)। গতকাল রাত ৮টার দিকে শহরের পলাশপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে মোহাম্মদ রিফাতকে (১৭) পুলিশ হেফাজতে নিয়েছে। পাবনা : সাঁথিয়ায় কাজ করতে বলায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে ছেলে। সকালে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মালেক (৬০) বরাট গ্রামের বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত মানিক (২৮) পলাতক রয়েছেন। চট্টগ্রাম : বিকালে নগরীর আখতারুজ্জামান উড়াল সড়কের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মানিকগঞ্জ : গতকাল সদর উপজেলার গড়পাড়া রানাদিয়া থেকে ঝুলন্ত তনিমা আক্তার (১৬) নামে এক কিশোরী এবং বরুন্ডী আটিগ্রাম থেকে আফসানা আক্তার (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া একই উপজেলার পশ্চিম শানবান্দা এলাকায় কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোনা : সকালে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের চৌহা বিলের ব্রিজের সাঁতারখালী খাল থেকে তারা মিয়া (৬২) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি কক্ষের টয়লেটের পাইপ থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : উপজেলার পূর্বাচল উপশহরের সমু মার্কেট এলাকা থেকে গতকাল বিকালে অজ্ঞাত মহিলার (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।