পাবনার সাঁথিয়ায় কাজ করতে বলায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে ছেলে। গতকাল সকালে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মালেক (৬০) উপজেলার বরাট গ্রামের তায়জল শেখের ছেলে। ঘটনার পর অভিযুক্ত মানিক (২৮) পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানিক কাজকাম কম করতে চাইত। গতকাল সকালে বাবা বাঁশ কাটার জন্য উঠানে কুড়াল ধার দিচ্ছিলেন এবং ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠার জন্য ডাকছিলেন। ঘুম থেকে উঠে এসে বাবার সঙ্গে তর্কে জড়ায় ছেলে মানিক। তর্কের একপর্যায়ে ধার দেওয়া কুড়াল নিয়েই বাবাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বাবা আবদুল মালেক মারা যান। ঘটনার পর মানিক পালিয়ে যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বাবা-ছেলের কথা কাটাকাটি থেকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।