কুমিল্লার দাউদকান্দিতে চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তাজিনদার সিং (৫০)। তিনি ভারতের লদিহানা পাঞ্জাব চন্টিগর জেলার বাসিপাঠানা গ্রামের পাল সিংয়ের ছেলে। দাউদকান্দি উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের ওই ব্যক্তির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এদিকে ধর্ষণচেষ্টার ঘটনায় ওই শিশুর মা মামলা করেছেন। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, তাজিনদার সিং দীর্ঘদিন ধরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। সেই সুবাদে সিংগুলা গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন। বৃহস্পতিবার ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে তার রুমে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এ সময় অন্য এক শিশু বিষয়টি দেখে তার মাকে খবর দেয়। পরে তার মা এসে আশপাশের লোকজনের সহায়তায় অভিযুক্ত তাজিনদার সিংকে আটক করে রাখে। খবর পেয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্তকে থানায় নিয়ে আসেন।