চুয়াডাঙ্গার জীবননগরে বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের সৌজন্যে মতবিনিময় ও ইফতার মাহফিল হয়েছে। জীবননগর শহরের কাজী টাওয়ারের হলরুমে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স তুহিন ট্রেডার্সের তত্ত্বাবধানে ১২০ জন রিটেইলার, ইঞ্জিনিয়ার ও ঠিকাদার মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্বত্বাধিকারী নূরুল্লাহ ফয়সাল। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের দক্ষিণ বঙ্গের ডিজিএম মো. শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীবননগর এলজিইডির উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও মার্কেট মালিকের প্রতিনিধি মোজাম্মেল হক খোকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের কুষ্টিয়া জোনের ডি এস এম জাফরুল ইসলাম, ঝিনাইদহের এরিয়া সেলস ম্যানেজার সাইফুল ইসলাম শোভন ও স্থানীয় কর্মকর্তা শরিফুল ইসলাম।