নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাব্বির রহমান হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেলা ও দায়রা জজ আদালত আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে গতকাল রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুড়িগ্রামের উলিপুর থানার ইব্রাহীম মোল্লার ছেলে আশরাফুল ইসলাম, একই এলাকার আবদুল হামিদের ছেলে আনিসুর রহমান ও ইব্রাহীম আলীর ছেলে মিজানুর রহমান।
তিন আসামি ও ভিকটিম সাব্বির রহমান একসঙ্গে দীর্ঘদিন নির্মাণ শ্রমিকের কাজ করেছেন। সাব্বিরের মোবাইল ফোন আত্মসাতের উদ্দেশ্যে ২০২১ সালের ২০ নভেম্বর আশরাফুল, আনিস ও মিজান শ্বাসরোধে হত্যা করে সাব্বিরকে।