গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের (২৬) মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় টঙ্গী রেল স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর থেকে আসা তুরাগ কমিউটার ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি শেষে জয়দেবপুরের উদ্দেশে রওনা হয়। রেললাইন পারাপার হতে গিয়ে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। পুলিশ লাশ উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।