লক্ষ্মীপুরে হত্যা মামলায় যাবাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বোরহানকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে নোয়াখালীর চাটখিল পৌর এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। বোরহান নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামের খাদুয়া বাড়ির মাওলানা অলি উল্লাহর ছেলে। র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কু ু গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মিঠুন কুমার কু ু বলেন, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বোরহান দীর্ঘদিন পলাতক ছিলেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। র্যাব তাকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। গতকাল তাকে নোয়াখালী আদালতে সোপর্দ করেছি।