ঝিনাইদহের শৈলকূপায় গহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত রেশমা খাতুন (৪০) উপজেলার রতনপুর গ্রামের আবদুল হামিদ জোয়ার্দ্দারের স্ত্রী ও তিন সন্তানের জননী। রেশমার স্বামী জানান, গত শনিবার তার স্ত্রী রান্না করছিলেন। তখন দেবর নাহিদ পারিবারিক কলহের জেরে হঠাৎ লোহার শাবল দিয়ে রেশমার মাথায় আঘাত করে। ওসি মাসুম খান জানান, নাহিদ জোয়ার্দ্দারকে আটকে অভিযান চলছে।