তরুণদের নিয়ে ফেনী পৌর এলাকার দখল-দূষণে বিপর্যস্ত কুমড়াচড়া খাল পুরুদ্ধার কাজ শুরু করেছে পৌর ও জেলা প্রশাসন। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে গতকাল সকাল থেকে তারুণ্যের উৎসব সামনে রেখে খালটির প্রবাহ ফেরানোর কাজ শুরু করে পৌর প্রশাসন। তাদের উদ্যোগের সঙ্গে একাত্মতা জানিয়ে কাজে নামেন বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা। ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, খালের সঙ্গে কৃষি ও মানুষের জীবন-জীবিকার নিবিড় সম্পর্ক রয়েছে। অতীতে খালগুলো দখল এবং দূষণের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তি পোহাতে হয়েছে সর্বসাধারণকে।
বিষয়টি মাথায় রেখে যুবসমাজকে নিয়ে এই কার্যক্রম হাতে নিয়েছি। এ খাল ছাড়া বাকিগুলোও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে জানান তিনি।