নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন- মো. জিয়া ব্যাপারী (৪৫) ও মো. মুন্না ওরফে আলাউদ্দিন (২৭)। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খানের সত্যতা নিশ্চিত করেছেন। ২০২০ সালের ৩০ এপ্রিল ৫৯ হাজার পিস ইয়াবাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।