বর্তমান সরকারের সময়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার অর্থনীতির আমূল পরিবর্তন ঘটবে। প্রকল্পের আওতায় গ্রোয়েন নির্মাণ, তীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে নদীভাঙন রোধ, বাঁধ নির্মাণ ও মেরামত কাজের মাধ্যমে বন্যা ঝুঁকি হ্রাস, ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার, শাখা নদীর নাব্য রক্ষাসহ নদীগুলোয় শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণসহ প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।