পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে মজিরন খাতুন (৪০) নামে এক নারী ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ও গতকাল এ দুর্ঘটনা ঘটে। মজিরন খাতুন পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলীর স্ত্রী। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি দুলাল উদ্দিন বলেন, বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।