সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৯৯৪ পিস ইয়াবাসহ মঞ্জুর আলম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল র্যাব-১২ অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার দুপুরে র্যাব-১২ সদস্যরা উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আমতলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা করা হয়েছে।