সুনামগঞ্জের ছাতক উপজেলায় মক্তবে পড়তে আসা ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে ইমামের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনাটি ঘটে গত বৃহস্পতি ও শনিবার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে। ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আখন্দ জানান, অভিযুক্ত ইমামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা। অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মক্তবের প্রশিক্ষক ও ইমাম ওই কিশোরীকে তার কক্ষে ডেকে ধর্ষণ করেন। শনিবারও ঘটনার পুনরাবৃত্তি ঘটান তিনি। ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেন কিশোরীকে। মেয়েটি পরিবারকে জানালে তার ফুফু রবিবার ছাতক থানায় মামলা করেন।