ঢাকার কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুর শিশুকে ধর্ষণের পর ভিডিও চিত্র ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। জনতা অভিযুক্তকে ধরে গণপিটুনি দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে শিশুকে যৌন হয়রানি, মাথায় চুনকালি ও গলায় জুতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে। ঢাকার সাভারে অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুড়ায় ধর্ষণের ঘটনায় ভিকটিমের শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য। কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। পরীক্ষা-নিরীক্ষার জন্য সেই নারীকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দক্ষিণ কেরানীগঞ্জ পাঁনগাঁও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ঠাকুরগাঁও : পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে আটক শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতে তোলার সময় গণধোলাই দেওয়া হয়েছে। সকালে জেলা পুলিশ আটক ওই শিক্ষক মানকিকে আদালতে তুলতে গেলে আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতার মুখোমুখি হয় শিক্ষক মানিক। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে আট বছরের শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে আরমান মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের গভীর শাল বনের ভিতর এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. আরমান মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মো. শামসুল হকের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আট বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে বায়রুল মিয়া নামে এক ব্যক্তিকে মাথায় চুনকালি ও জুতার মালা পরিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। পরে তাকে গণপিটনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। শনিবার বিকালে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী এলাকায়। অভিযুক্ত বায়রুল মিয়ার বাড়ি গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর গ্রামে। সাভার : ঢাকার অদূরে সাভারে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়াম (২৫) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই ছাত্রীর (১৭) মা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল। তিনি জানান, অভিযুক্ত আয়াতুস সিয়াম সাভার সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ও সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকার হামিদুল হক সুমনের ছেলে। এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়ামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের মোবাইল ও ল্যাপটপ জব্দ করে ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। মাগুরা : ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার বোন। তিনি জানান, ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা দিয়েছে। নিশ্বাস চলছে খুব ধীরে।
শিরোনাম
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
- চবিতে ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জামালপুরে রেড ক্রিসেন্টের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
- মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
- জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার
- চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
অন্তঃসত্ত্বা ধর্ষণ, গ্রেপ্তার গণপিটুনি
শ্রীপুরে শিশু ধর্ষণ ও ভিডিও ধারণ, ঠাকুরগাঁওয়ে অভিযুক্তকে গণপিটুনি, চাঁপাইনবাবগঞ্জে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে গ্রাম
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর