বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ধুনট-চিকাশি পাকা সড়কের রত্নিপাড়া বেইলি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন-গাইবান্ধা সদরের কিসমত মালীবাড়ি কাবলি বাজার এলাকার আবদুস সামাদ সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও বরইপাড়া গ্রামের আবদুল আজিজ বেপারীর ছেলে ওয়াদুদ মিয়া (৪৬)। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেপ্তারদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।