গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ। কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুবুল আলম মামলাটি করেন। কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা রেকর্ড করা হয়েছে ২২ ফেব্রুয়ারি। উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন- ঢাকা মহানগর (উত্তর) মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি লেবু মোল্যা, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মাসুম শেখ। ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।মামলার বিবরণে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের হরতাল কর্মসূচিতে কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির একদল সদস্য ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়ায় দায়িত্ব পালন করছিলেন। ভোররাতে রাতৈল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশের গাছ কেটে সড়কের ওপর ফেলে। দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।