টাঙ্গাইলের ভূঞাপুরে আবদুল আলীম (৩০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার গোবিন্দাসী এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আবদুল আলীম গোবিন্দাসী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ও বাংগাল শেখের ছেলে। এ ঘটনায় গতকাল লুৎফর রহমান নামে একজনের মোটরসাইকেল পুড়িয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদল নেতা-কর্মীরা। লুৎফর গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। উপজেলা যুবদল আহ্বায়ক খন্দকার জুলহাস উদ্দিন জানান, আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবদুল আলীমকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। তিনি গুরুতর আহত হয়েছেন। ওসি এ কে এম রেজাউল করিম জানান, দুজনকে আটক করা হয়েছে। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।