পাবনা সাঁথিয়া উপজেলার আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশরাফুলের নামে চুরি, ডাকাতি, মারামারিসহ ৯টি মামলা রয়েছে। গতকাল সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে। আশরাফুল সাঁথিয়া কলেজপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে চুরি, ডাকাতি, মারামারিসহ ৯টি মামলায় তার নাম রয়েছে।
ওসি সাইদুর রহমান বলেন, গতকাল দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়ে ছিল আশরাফুল। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।