সম্পত্তি বিক্রি করে দেনা পরিশোধ ও দখল করতে নিজের বাবাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে এক সন্তান। পুলিশের হাতে আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ওই ছেলে। ওসি আসমাউল হক বলেন, একমাত্র ছেলেকে আটক করে জিজ্ঞাসা করলে সে পিস্তল দিয়ে তার বাবাকে গুলির কথা স্বীকার করে। আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবাবনবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানো হয়।