গাজীপুরের টঙ্গীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খানের নেতৃত্বে গতকাল অভিযান পরিচালিত হয়। টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় ব্লুবেরি কালার টেক্স লি. নামে একটি সুতার কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরশাদনগরে এক্স এডিশন ওয়াশিং নামক ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।