ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী এবং তার বান্ধবীকে মারধরের ঘটনায় করা মামলায় বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেলের’ ম্যানেজার রাজিয়া বেগমের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকালে ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমানের আদালত শুনানি শেষে ১ হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে, ৭ অক্টোবর ভোর রাত ৪টার দিকে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, নাফিসা তাবাসসুম প্রভা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী। ১ অক্টোবর সাড়ে ৭ হাজার টাকা ভাড়ায় স্বপ্ননিবাস হোস্টেলে ওঠেন। হোস্টেলে গেস্ট থাকার অনুমতি ছিল। তবে গেস্ট থাকলে অতিরিক্ত টাকা দিতে হবে কি না তাকে তা জানানো হয়নি। গত মঙ্গলবার রাত ৯টার দিকে তার বান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাইদুন্নেছা শাপলা এলে ভাড়া বাবদ ৪০০ টাকা দাবি করে। বিষয়টি নিয়ে প্রভার সঙ্গে রাজিয়ার কথা কাটাকাটি হয়। ৯টা ৪০ মিনিটের দিকে হোস্টেল থেকে বের হয়ে যেতে বলেন রাজিয়া। ফোন পেয়ে শাপলার ভাই তাকে রাত সাড়ে ১০টার দিকে হোস্টেলের নিচে নিতে আসে। তখন রাজিয়া শাপলাকে যেতে বাধা দেয়। প্রভা রাজিয়ার কাছে ভাড়ার টাকা দিতে গেলে আবারও কথা কাটাকাটি হয়। হোস্টেল মালিক সোহেলের নির্দেশে রাজিয়া প্রভাকে মাথায় আঘাত করলে সে জ্ঞান হারায়।
সোহেলের নির্দেশ রাজিয়া তাকে এবং বান্ধবীকে মারধর করে, হুমকি দেয়। তার কাছে থাকা ৮ হাজার টাকা নিয়ে নেয় বলে মামলার অভিযোগে উল্লেখ করে প্রভা। দুই শিক্ষার্থীকে মারধরের মামলায় মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।