রাজধানীর চকবাজারে আমির লাল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার কালীবাড়ি এলাকায় আমিরের কর্মস্থলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ডিএমপির চকবাজার থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।
নিহতের চাচাতো ভাই জসিম বলেন, মিটফোর্ডে আমার ভাইয়ের আশা প্লাস্টিক নামে একটি কারখানায় পার্টনারশিপ আছে। এ ব্যবসার জেরে শুক্রবার ভোরে আমিরসহ তার লোকজন ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরিশালের গৌরনদী উপজেলার তালেব সর্দারের ছেলে আমির। নিহতের স্ত্রী নার্গিস, দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।
নিহতের ছোট ভাই পারভেজ জানিয়েছেন, বড় ভাই আমির প্লাস্টিকের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ইসলামবাগে আমির হোসেন নামে আরেকজনের সঙ্গে ব্যবসায়িক পার্টনার ছিলেন। পাশাপাশি ওই লোকের প্যাকেজিং ফ্যাক্টরি কালীবাড়িতে চাকরি করতেন। তিন বছর ধরে আমির হোসেন ফ্যাক্টরির কোনো হিসাব-নিকাশ দিচ্ছিল না। এসব নিয়ে ভাইয়ের সঙ্গে সপ্তাহ খানেক আগে ঝগড়াঝাটি হয়। আমির হোসেনের বোন জামাই ফারুক ও হেলাল গতকাল সকালে ভাইকে মারধর করে ছুরিকাঘাত করেন।