নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রাইভেট খাতে জাহাজ কেনায় ৭.৫ শতাংশ ভ্যাট মওকুফ করছে অন্তর্বর্তী সরকার। আগামী এক বছরের জন্য এ ভ্যাট মওকুফ থাকবে। এতে প্রাইভেট খাতে জাহাজ কেনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানান উপদেষ্টা। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শিপিং করপোরেশন কর্তৃক নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক কেরিয়ার জাহাজ কেনার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির সঙ্গে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তারা। নৌপরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন অধ্যায় শুরু হলো। নিজস্ব অর্থায়নে বাল্ক কেরিয়ার জাহাজ কিনছে প্রতিষ্ঠানটি।