সিটি করপোরেশনের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে রংপুরে দৈনিক সংবাদের সাংবাদিক লিয়াকত আলী বাদলকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে নগরীর কাচারী বাজার এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।
জানা গেছে, ১৭ সেপ্টেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনাম একটি সংবাদ প্রকাশ হয়। লিয়াকত আলী বাদলের অভিযোগ, রকি নামের এক ব্যক্তি ও তার লোকজন তাকে তুলে নিয়ে মারধর করেছেন। সংবাদ প্রকাশের জেরে এ ঘটনা ঘটেছে।
এদিকে সাংবাদিককে মারধরের প্রতিবাদে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবীরা অবস্থান কর্মসূচি পালন করতে গেলে রসিকের কর্মচারীরা তাদের ওপর হামলা চালান এবং সিটি করপোরেশন থেকে বের করে দেন বলেও অভিযোগ উঠেছে। এ সময় দুজন আহত হন।
নির্যাতনের শিকার সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের দাবি, রংপুর সিটি করপোরেশনে অটোরিকশার লাইসেন্স দেওয়ায় দুর্নীতি-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করায় তাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই।
রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, ‘হামলার মাস্টারমাইন্ড সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। বিকালে এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকেদের সঙ্গে জেলা প্রশাসক বৈঠক করেছেন।
এ ঘটনায় সোমবার বেলা ১১টায় মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন। সত্যতা যাছাইয়ের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।