ফ্রান্সে বিরূপ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে লিগ আঁ-র আলোচিত ম্যাচ, যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও অলিম্পিক মার্সেইয়ের। মার্সেইয়ের ঘরের মাঠে রোববার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তীব্র ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতায় একদিন পিছিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই লড়াই।
স্থানীয় কর্তৃপক্ষ রোববার দুপুর থেকে মার্সেই অঞ্চলে প্রবল ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করে, যা মাঠের নিরাপত্তা এবং খেলোয়াড়দের ঝুঁকি বিবেচনায় ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য করে আয়োজকদের।
মার্সেই ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার (স্থানীয় সময়) রাত ৮টায়।
ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি দারুণ ফর্মে আছে—এখন পর্যন্ত চার ম্যাচে শতভাগ জয় নিয়ে ১২ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে দলটি। অন্যদিকে, মার্সেই চার ম্যাচে দুটি জয় ও দুটি পরাজয়ে অষ্টম স্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা