ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবারের আলোচিত লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির দুর্দান্ত গোল হার এড়াল আর্সেনাল। শুরুতে আর্লিং হলান্ডের গোলে এগিয়ে গিয়েছিল সিটি, তবে যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে সমতায় ফেরে মিকেল আর্তেতার দল। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।
প্রিমিয়ার লিগে ৫ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে আর্সেনাল, সমান পয়েন্ট টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথেরও। অন্যদিকে, ৫ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। গত মৌসুমের হতাশাজনক পারফরম্যান্সের পর এবারও ধুঁকছে তারা।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৬৮ শতাংশ সময় বল দখলে রাখে আর্সেনাল। তারা গোলের উদ্দেশ্যে ১২টি শট নেয়, যার মধ্যে তিনটি লক্ষ্যে ছিল। সিটি নেয় মাত্র ৫টি শট, তিনটিই লক্ষ্যে ছিল।
নবম মিনিটে দুর্দান্ত প্রতি-আক্রমণ থেকে এগিয়ে যায় সিটি। নিজেদের অর্ধে বল পেয়ে আক্রমণ শুরু করেন হলান্ড, এরপর রেইন্ডার্সের পাস থেকে ডি বক্সের মাথায় বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি।
এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে প্রথমবারের মতো ওপেন প্লে থেকে গোল হজম করে আর্সেনাল। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরেই শেষবার এতো দ্রুত গোল খেয়েছিল দলটি, তখনও গোলদাতা ছিলেন হলান্ড।
৩২তম মিনিটে এসে প্রথম শট নেয় আর্সেনাল, যদিও সেটি লক্ষ্যে ছিল না। প্রথম আধা ঘণ্টায় কোনো শট না নিতে পারার ঘটনা আর্সেনালের জন্য ২০২১ সালের এপ্রিলের পর এই প্রথম।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলায় ফিরে আসে আর্সেনাল। ৪৮তম মিনিটে সুবিমেন্দির শট লক্ষ্যে না গেলেও ছিল বিপজ্জনক। এরপর এজের শট দুর্দান্ত সেভ করেন সিটির গোলরক্ষক দোন্নারুম্মা।
৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন হলান্ড। রায়ার সেভের পর বল ফিরে এসে এজের শট ডেকলান রাইসের মাথায় লেগে পোস্টের ওপর দিয়ে যায়।
শেষ মুহূর্তে সমতাসূচক গোলটি আসে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। এজের বাড়ানো বলে এক টাচে গোল করেন মার্তিনেল্লি। পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণ সামলেও গোল ঠেকাতে ব্যর্থ হয় সিটি।
বিডি প্রতিদিন/মুসা