গাইবান্ধা সদর উপজেলায় বৈদ্যুতিক বোর্ড মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন আনারুল মিয়া (২০), তিনি একজন জুলাই যোদ্ধা। শনিবার সন্ধ্যায় বোয়ালী ইউনিয়নের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
রবিবার সকাল ১০টায় তার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। গাইবান্ধা জেলা জুলাই যোদ্ধা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আনারুল মিয়া ওই এলাকার ছাইদালী মিয়ার ছেলে এবং ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা ছিলেন। পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়ির একটি ঘরের বৈদ্যুতিক বোর্ড মেরামত করার সময় হঠাৎ শর্টসার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
বিডি প্রতিদিন/মুসা