বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর আনুষ্ঠানিকভাবে এই নতুন বিভাগটি চালু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক মশিউল মুনীর জানান, নতুন এই ওয়ার্ড চালুর ফলে হাসপাতালের জরুরি সেবার মান অনেক বেশি উন্নত হবে। এখানে রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ, কার্ডিয়াক চিকিৎসা ব্যবস্থা এবং এসডিইউ সেবা চালু রয়েছে। জরুরি অবস্থার রোগীদের তাৎক্ষণিক ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে এবং প্রয়োজনে ২৪ ঘণ্টা ওয়ার্ডে রেখে চিকিৎসা চলবে।
বর্তমানে ৪০ শয্যার এই বিভাগটি ভবিষ্যতে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, আগে এই ধরনের বিভাগ না থাকায় রোগীরা নানা বিড়ম্বনার মুখোমুখি হতেন, যা এখন থেকে অনেকটাই কমে যাবে। রোগীদের প্রাথমিক চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা এখানে নিশ্চিত করা হবে, ফলে রোগীদের হয়রানি কমবে।
ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগে বর্তমানে তিনটি শিফটে ১০ জন মেডিকেল অফিসার, ৬ জন ইন্টার্ন চিকিৎসক, ৩৬ জন নার্স এবং ১৮ জন ওয়ার্ড বয় দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/মুসা