দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়তে অবিলম্বে সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন কোরআন শিক্ষা বোর্ডের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবদুর রহমান। তিনি বলেন, না হলে দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে। গতকাল রাজধানীর তাঁতীবাজারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
আবদুর রহমান আরও বলেন, লেখাপড়ার মানের অবনতির কারণে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। বাচ্চাদের মানসিক ও আদর্শিক ঘাটতি দেখা যাচ্ছে। মানুষ বাচ্চাদের ছোটকালে ইসলাম শেখাতে চায়। ইসলামের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। সরকারের উচিত স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। তারা সেটা করছে না। তিনি বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড তবে তা সুশিক্ষা হতে হবে। দেশের মানুষ ইসলামের জন্য মানসিকভাবে প্রস্তুত।